রাষ্ট্রপতি হয়েও তিনি ফুটবল খেললেন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

শুনে অবাক হলেও এটাই সত্যি। সম্প্রতি লাইবেরিয়া বনাম নাইজেরিয়ার এক ফ্রেন্ডলি ম্যাচে খেলতে দেখা যায় লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট জর্জ উইয়াহকে।

লাইবেরিয়ার প্রাক্তন এই ফুটবলার ১৯৯৫ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। ফ্রেন্ডলি ম্যাচে খেলার কথা আগে থেকে জানাননি ২৫তম রাষ্ট্রপতি হিসেবে লাইবেরিয়ার দায়িত্ব সামলানো জর্জ উইয়াহ।

খেলা শুরুর সময়ে দর্শকদের অবাক করে দিয়ে আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নেওয়ার প্রায় ১৬ বছর পর নিজের পরিচিত ১৪ নম্বর জার্সি পড়ে মাঠে নেমে পড়েন তিনি। দলকে নেতৃত্বও দেন।

এই ম্যাচটি লাইবেরিয়া ১-২ গোলে হারলেও দক্ষতার ঝলক দেখা গিয়েছে জর্জ উইয়াহর কাছ থেকে। ৭৯ মিনিটে যখন তিনি মাঠ ছাড়েন, দর্শকরা দাঁড়িয়ে তাঁকে সম্বর্ধনা দেয়।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।