কানের ভেতর মাকড়শার ঘরবসতি

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বাঘের ঘরে ঘোগের বাসা। এই প্রবাদ তো কবে থেকে টিকে রয়েছে। কিন্তু একজন মানুষের কানে যে এমন এক প্রাণী বাসা বাঁধতে পারে, তা কার্যত অসম্ভব।

এবেলা জানিয়েছে, এমনই এক আশ্চর্য সংবাদ। রাতারাতি এক মাকড়শা বাসা বাঁধল এক ব্যক্তির কানে।

বিজ্ঞাপন

ঘটনা চীনের। সেখানকার দালিয়ান সেন্টার হাসপাতালে এক ব্যক্তি চোখ-কান-গলার এক চিকিৎসকের কাছে এক সমস্যা নিয়ে আসেন।

তাঁর কানে নাকি অদ্ভুত সব শব্দ হচ্ছিল। চিকিৎসক চুই শুলিন সেই সমস্যার কথা জানতে পেরেই বুঝতে পারেন নির্ঘাত ওই ব্যক্তির কানে বাসা বেঁধেছে কোন পোকা। কিন্তু তিনি ভাবতেও পারেননি আসল ঘটনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওই ব্যক্তির কান পরীক্ষা করতে গিয়েই আঁতকে ওঠেন চিকিৎসক। দেখেন, তাঁর কানের মধ্যে রীতিমতো বাসা বেঁধেছে একটি মাকড়শা। জাল বুনে কানের একেবারে ২ ইঞ্চি ভেতরে সংসার পেতে বসেছে।

অবশেষে কানের ভেতর থেকে সেই মাকড়শাকে বের করে আনা হয়। স্বস্তি পেয়েছেন সেই ব্যক্তি।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।