যে স্টেডিয়ামে হবে এশিয়া কাপের খেলা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

একটু পরেই পর্দা উঠবে এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেটের। টুর্নামেন্টের ১৪তম আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সবগুলো খেলা অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।

dubai-international-cricket-stadium

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সংযুক্ত আরব আমিরাতে প্রধান তিনটি স্টেডিয়ামের মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অন্যতম। অন্য দুটি স্টেডিয়াম হল শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ও আবুধাবি জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়াম। ২০০৯ সালের ২২ এপ্রিল এই স্টেডিয়ামে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই স্টেডিয়ামে রয়েছে বিশেষ পদ্ধতির আলোকসজ্জার ব্যবস্থা। রিং অব ফায়ার নামের এই পদ্ধতিতে স্টেডিয়ামের ছাদকে বিস্তৃত করে ছায়াকে লুকিয়ে রাখা হয়েছে।

২০০৯ সালে তৈরি করা করা এই স্টেডিয়ামে একসঙ্গে ২৫ হাজারের বেশি দর্শক খেলা দেখতে পারেন।

sheikh-zayed-stadium-dubai

জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়াম

সংযুক্ত আরব আমিরাত এর আবুধাবিতে অবস্থিত জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়াম। ফুটবল খেলার জন্য এই স্টেডিয়াম বেশি ব্যবহৃত হলেও এখানে ক্রিকেট, শরীরচর্চা, বড় অনুষ্ঠান, রাগবিসহ নানা ধরনের খেলা অনুষ্ঠিত হয়।

এটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপ্রতি মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এর নামানুসারে নামকরণ করা হয়েছে।

১৯৭৯ সালে তৈরি এই স্টেডিয়ামে একসঙ্গে ৪০ হাজারের বেশি দর্শক খেলা দেখতে পারেন।

এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।