আজকের জোকস : ১১ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১১ আগস্ট ২০১৫

ছোট মেয়ে : মা জানো, বড় আপা না অন্ধকারেও চোখে দেখতে পারে!  
মা : তুই কি করে বুঝলি?  
ছোট মেয়ে : কাল রাতে যখন বিদ্যুৎ চলে গেলো, তখনই শিবলী ভাইয়া এলেন, একটু পরেই অন্ধকারে আপা বললেন, এই তুমি সেভ করনি কেন!  

***
নবদম্পতির বাচ্চা হয়েছে। ফুটফুটে নিখুঁত বাচ্চা। কিন্তু একটাই দোষ। বাচ্চা কোনো কথা বলে না। বারো বছর পর খাওয়ার টেবিলে বাচ্চা প্রথম কথা বললো, ‘আমাকে একটু চিনি দাও। মা-বাবা অবাক, `কী ব্যাপার, তুমি এত দিন কোনো কথা বলোনি কেন?`
ছেলে বললো, `এত দিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আজ চায়ে চিনি কম হয়েছে।`

***
স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে।
প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলেন, ভাই, এটা কোন স্টেশন?
দ্বিতীয় ব্যক্তি বাইরের দিকে কিছুক্ষণ দেখে বললেন, এটা মনে হয় রেলস্টেশন।

# আজকের জোকস : ১০ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ০৯ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ০৮ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ৭ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ০৬ আগস্ট ২০১৫

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।