খুলির মতো চেহারা বানাতে নাক কাটলো যুবক

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ৩০ আগস্ট ২০১৮

‘নাক কেটে যাত্রা ভঙ্গ’ করার কথা শুনেছেন। কিন্তু নাক কেটে নিজের চেহারাকে খুলির (মাথার উপরিভাগ বা করোটি) মতো করার কথা শুনেছেন কখনো? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে এবার। কলম্বিয়ার এক যুবক এ ঘটনার জন্ম দিয়েছেন।

যুবকের নাম কালাসা স্কাল। আসল নাম এরিক ইয়েইনার হিনকাপি রামিরেজ। বয়স কেবল ২২ বছর। পেশায় ট্যাটু শিল্পী। তার সারা শরীর ট্যাটুতে ভরা। কিন্তু তার নেশা আরও বিচিত্র। নিজেকে খুলির মতো দেখাতে চান। হ্যাঁ, জ্যান্ত খুলি!

বিজ্ঞাপন

জানা যায়, শৈশব থেকেই খুলি নিয়ে বিশেষ আগ্রহ ছিল কালাসার। তাই নিজেকে মানুষের খুলির মতো করতে চেয়ে নিজের দু’টি কানও সম্পূর্ণ কেটে ফেলেছেন। অর্ধেক কেটে ফেলেছেন নাক। জিহ্বাও দু’ভাগ করে ফেলেছেন। গত দু’বছর ধরে নিজের শরীরে এমন কাজ করেছেন তিনি।

এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে নানাবিধ কষ্টকর পিয়ার্সিং ও বিচিত্র ট্যাটু রয়েছে। তার বক্তব্য একটাই, তিনি চান আগামী দিনে তাকে আরও বেশি খুলির মতো দেখাক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।