যাদের জন্য রোজা ভঙ্গ করা অনুমোদিত


প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৭ জুলাই ২০১৪

রমজান মাসে সিয়াম পালন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর জন্য ফরজ। অর্থাৎ, এটি অত্যাবশকীয় ইবাদত। অত্যাবশকীয় হলেও ইসলামের অন্যান্য ফরজ ইবাদতের মতোই রোজাদারের শরীরিক-মানসিক অবস্থা বিবেচনা করে। তাই যথাযথ ক্ষেত্রে রোজা ভঙ্গ করার অনুমোদন আছে। জেনে নেওয়া যাক কাদের উপর রোজা ভঙ্গ করার অনুমতি আছে-

- অপ্রাপ্তবয়স্কদের উপর রোজা রাখা ফরজ নয়।

- অসুখ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে রোজা ভাঙ্গা জায়েজ। পরে কাযা আদায় করতে হবে।

- মানসিকভাবে অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ নয়।

- বয়স্ক বা সুস্থ হওয়ার আশা নাই, এমন রোগী রোজা ভাঙতে পারবেন। তবে তাদের পক্ষ হতে প্রতিদিন একজন গরিবকে খাওয়াতে হবে।

- গর্ভবতী বা স্তন্যদায়ী নারীর ক্ষেত্রে রোজার কারণে শিশু বা মায়ের স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকলে রোজা ভাঙ্গা যাবে। পরে কাজা আদায় করতে হবে।

- ঋতুস্রাব চলাকালে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিফাসের রক্ত প্রবহমান থাকা অবস্থায় রোজা রাখা নিষেধ। পরে কাজা আদায় করতে হবে।

- দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে রোজা ভাঙতে বাধ্য হলে কাজা আদায় করতে হবে।

- ভ্রমণ অবস্থায় রোজা ভাঙ্গা বা রাখা উভয়ই বৈধ। কষ্ট অনুভব হলে ভাঙ্গাই উত্তম। পরে কাজা আদায় করলে চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।