পেটের দায়ে জুতা সেলাই করেন ভারতী

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ৩০ মে ২০১৮

ভারতের পুরুষতান্ত্রিক সমাজে নারীকে জুতা সেলাই করার অধিকার দেওয়া হয়নি। তবুও সব সংস্কারকে তুড়ি মেরে ২০ বছর ধরে জুতা সেলাই করে চলেছেন কলকাতার বাসিন্দা ভারতী দাস। এমন কাজে মূলত নারীদের দেখা যায় না।

ভারতী দাস থাকেন শিয়ালদহ স্টেশনের কাছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সড়কের ফুটপাতে। কাজ করেন সেখানেই। সকাল থেকেই যন্ত্রপাতি নিয়ে বসে পড়েন।

ভারতী দাস জানান, তিনি কাজ শিখেছিলেন স্বামীর কাছে। স্বামী টিটু দাসও এ কাজ করেন। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে।

ভারতী দাস বলেন, ‘আমার স্বামী যদি জুতা সেলাই করতে পারে, তবে আমি কেন পারব না! তবে জুতা সেলাইয়ের কাজ করে রোজগার ভালো হয় না। তবুও সুচ-সুতার লড়াই চালিয়ে যাচ্ছি।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।