বাণী-বচন : ১ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৩:১৩ এএম, ০১ আগস্ট ২০১৫

ত্যাগ

অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়। - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ভালোবাসা দাও, সাহায্য দাও, সেবা দাও এতটুকু যা তোমার দেবার আছে দিয়ে দাও।কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়ো না। -স্বামী বিবেকানন্দ

ত্যাগ নিজেকে রিক্ত করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। ত্যাগ মানে আংশিককে ত্যাগ সমগ্রের জন্য, ক্ষণিককে ত্যাগ নিত্যের জন্য, অহঙ্কারকে ত্যাগ প্রেমের জন্য, সুখকে ত্যাগ আনন্দের জন্য। ত্যাগের দ্বারা ভোগ করবে, আনন্দের দ্বারা নয়। ত্যাগকে দুঃখ রূপে অস্বীকার করে নেওয়া নয়, ত্যাগকে ভোগ রূপেই বরণ করে নেওয়া উপনিবেষদের অনুশাসন। - রবীন্দ্রনাথ ঠাকুর  

অর্থবহ ত্যাগ যার জীবনে আছে সে নিঃসন্দেহে তৃপ্ত মানুষ। – হোয়াটলি

দেশের জন্য যারা জীবন দান করে তাদের ত্যাগের সঙ্গে অন্য কোনো ত্যাগের তুল না হয় না। - ওয়েল্ডার ফিলিপিসে

বচন

বড় গাছের তলে বাস
ডাল ভাঙিলে সর্বনাশ। 

অর্থ : ধনীর আশ্রয়ে থাকা দরিদ্রের জন্য আশঙ্কার কারণ। কেননা, ধনী ক্রুব্ধ হলে দরিদ্রের সর্বনাশ ঘটে- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।