মাথার খুলি দিয়ে কী বোঝাতে চায় পুলিশ
সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘গাহি সাম্যের গান-/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান...’। সেই সাম্যবাদ এখনো প্রতিষ্ঠিত হয়নি। সাম্প্রদায়িক দ্বন্দ্ব রয়ে গেছে সর্বত্র। সাম্প্রদায়িকতার কাছে হেরে যাচ্ছে মানুষ।
এ যেন চিরন্তন সমস্যা। মানুষকে আর মানুষ বলে মনে করছে না মানুষ। তবুও সম্প্রতি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্র পুলিশ একটি ছবি প্রচার করছে, যার মাধ্যমে বোঝাতে চাচ্ছে- আক্ষরিক অর্থে আমরা সবাই এক।
ভারতীয় গণমাধ্যম জানায়, মহারাষ্ট্রের সাগরি থানা ওই ছবি বড় করে ঝুলিয়েছে বিল বোর্ডে। সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি কঙ্কালের ছবি। প্রত্যেকটি কঙ্কালের নিচে লেখা রয়েছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ব্রাহ্মণ, দলিত, পুরুষ, নারী, ধনী, গরিব, তুমি, আমি।
অর্থাৎ জাত, ধর্ম বা আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, উপরের চামড়াটা তুলে দিলে সবাই এক। কঙ্কালে কোনো পার্থক্য নেই। একই রং, একই সংখ্যার হাড়, একই চেহারা। অবয়বে কোনো জাত, ধর্ম, বর্ণ নেই। তার মানে আমি, তুমি সবাই এক।
এসইউ/আরআইপি