বরের সাজে মণ্ডপে এলেন কনে!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

বিবাহে বর-কনের আলাদা রীতির প্রচলন রয়েছে সব দেশেই। একটু হেরফের হলেই শুনতে হয় সমালোচনা। সব সমালোচনাকে পাশ কাটিয়ে এবার বরের রীতিকে গ্রহণ করলেন কনে। বরের সাজেই মণ্ডপে এসে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

জানা যায়, পরনে শেরোয়ানি, মাথায় পাগড়ি, ঘোড়ায় চড়ে এলেন তিনি। বরের বেশে মণ্ডপে এসে হাজির হলেন কনে। এতে অবাক হলেন উপস্থিত অতিথিগণ। ভারতের রাজস্থানে এমনই এক ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠানে ঘোড়ায় চেপে কনেকে এমন বেশে আসতে দেখা যায়।

jagonews24

ভারতের রাজস্থানের নাওয়ালগারে লিঙ্গ বৈষম্য দূর করতে এমন আয়োজন করা হয়। কনে নেহা একজন আইআইটি গ্র্যাজুয়েট। বর্তমানে ইন্ডিয়ান অয়েলে চাকরি করছেন। তার এমন প্রস্তুতিকে পরিবারের পক্ষ থেকে সমর্থন জানানো হয়। নেহা গণমাধ্যমকে বলেন, ‘ছেলে-মেয়ের মধ্যে কখনো পার্থক্য করা উচিত নয়। সবাইকেই সমান সুযোগ দেওয়া উচিত।’

নেহার বোন বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে নারী-পুরুষের সমান অধিকারের বার্তাটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। বরের রীতিকে আমরা কনের রীতিতে হিসেবে উপস্থাপন করেছি।’

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।