যা কখনো দান করা উচিত নয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৯ মার্চ ২০১৮

কাউকে কিছু দান করা বাঙালির চিরায়ত স্বভাব। নিজের অপ্রয়োজনীয় জিনিস আমরা আত্মীয়-স্বজন বা প্রতিবেশীকে দান করে থাকি। কিন্তু কোনো কোনো জিনিস দান করলে নাকি অমঙ্গলের সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেই জিনিসগুলো সম্পর্কে-

প্রথমেই বলে রাখি, প্লাস্টিকের কোনো জিনিস কখনো দান করবেন না। কারণ এগুলো দান করলে নাকি সংসারে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। আবার নিজের ঘরের ঝাড়ু অন্যকে দান করলেও ঘর থেকে লক্ষ্মী চলে যায়।

অনুরূপভাবে ঘরের স্টিলের বাসন দান করলে পারিবারিক সমস্যা হতে পারে। এমনকি পুরনো জামাকাপড়, ভোজ্য তেল দান করলে গৃহের অমঙ্গল হয়।

কেনো কোনো জিনিস দান করলে সংসারের অমঙ্গল ছাড়াও জীবনে হতাশা আসতে পারে। তাই পুরনো বই, ভাঙা কলম, তীক্ষ্ণ বস্তু, ছুরি, কাঁচি দান না করাই ভালো। এগুলো দান করলে আপনার জীবনে অনেক সমস্যা হতে পারে।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।