স্টিফেন হকিংকে বিখ্যাত করেছিল যে বই

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৪ মার্চ ২০১৮

ব্ল্যাক হোল গবেষণার জন্য বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন স্টিফেন হকিং। ৭৬ বছর বয়সে চলে গেলেন এই পদার্থবিজ্ঞানী। এই সময়ে তার বিখ্যাত হওয়ার অন্যতম অনুষজ্ঞ ছিল নিজের লেখা ‘এ ব্রিফ হিস্টোরি অব টাইম : ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য ব্ল্যাক হোল’ (A Brief History of Time: from the big bang to the black hole) বইটি।

বিজ্ঞানের নানা দিক নিয়ে তিনি লিখেছেন অনেক বই। কিন্তু পদার্থবিদ্যার ওপর লেখা এই বই ১ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। যা প্রকাশিত হয়েছিল ১৯৮৮ সালে।

এই বইয়ে তিনি আধুনিক জ্যোতির্বিজ্ঞান ও বিশ্বতত্ত্বের নানা বিষয় তুলে ধরেন। যাতে রয়েছে ১১টি আলোচিত বিষয়।

১৯৯১ সালে তার এই বই অবলম্বন করে প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেন নির্মাতা ইরল মরিসন। যাতে স্টিফেন হকিং নিজেই অভিনয় করেছেন।

এখন পর্যন্ত বিশ্বের ৩৫টি ভাষায় বইটি অনুবাদ করা হয়েছে। বাংলা ভাষায় অনুদিত এই বইয়ের নাম - কালের সংক্ষিপ্ত ইতিহাস।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।