একটি দরখাস্তের দাম ৩২ লাখ টাকা!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

‘অ্যাপল ইনকর্পোরেটেড’র সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। সবাই অবশ্য চেনেন মাইক্রোকম্পিউটারের জনক হিসেবে। পরবর্তীতে আই-ফোনও বাজারে আনেন তিনি। ৫৬ বছর বয়সে ২০১১ সালে মারা যান। সম্প্রতি বস্টনের এক অকশন হাউসে তার একটি চাকরির দরখাস্ত জনসমক্ষে আনা হয়েছে।

প্রায় ৪০ বছর আগের সেই দরখাস্ত থেকে বেশকিছু তথ্য জানা গেছে। তিনি ‘স্পেশাল অ্যাবিলিটি’র পাশে লিখেছিলেন ‘টেক অর ডিজাইন ইঞ্জিনিয়ার’। ড্রাইভিং লাইসেন্সের স্থানে লিখেছিলেন, ‘পসিবল, বাট নট প্রোবাবেল’। এমনকি তখন পর্যন্ত তার কাছে কোনো ফোনও ছিল না।

অকশন হাউসের পক্ষ থেকে গত বৃহস্পতিবার জানানো হয়, স্টিভ জবসের ওই চাকরির দরখাস্তের দাম উঠতে পারে ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত। মার্চ মাসের ৮ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে অকশনটি। চাকরির এ দরখাস্তের প্রায় তিন বছর পর বন্ধু স্টিভ ওজনিকের সঙ্গে তিনি শুরু করেন অ্যাপল ইনকর্পোরেটেড। সেই দরখাস্তের স্বাক্ষরে তার নাম ছিল ‘স্টিভেন জবস’।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।