কোস্ট গার্ডের ওয়েবসাইট সচল
হ্যাকিংয়ের শিকার বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর (কোস্ট গার্ড) ওয়েবসাইট পুনরায় সচল হয়েছে। বুধবার সকালে হ্যাকিংয়ের ঘটনা ঘটে।
কোস্ট গার্ড জানিয়েছে, কিছু হ্যাকার ওয়েবসাইটের ইউআরএল হ্যাক করেছিল। এখন তা ঠিক করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
সকালে কোস্ট গার্ডের ওয়েব ঠিকানায় (http://www.coastguard.gov.bd/) গিয়ে দেখা যায় সেখানে লেখা রয়েছে ‘হ্যাকড বাই পাক সাইবার পাইরেটস’।
# কোস্টগার্ডের ওয়েবসাইট হ্যাক
এএইচ/এমএস