ভালোবাসা দিবসে ভাগ্য ভালো যাদের

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

আর মাত্র তিন দিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে ঘিরে মানসিক উত্তেজনা-উন্মাদনা শুরু হয়ে গেছে এখনই। কে কাকে কী উপহার দিবেন- এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সবাই সময় কাটাতে চান প্রিয়জনের সঙ্গে। কিন্তু ভাগ্য কী বলছে?

প্রিয়জনের সান্নিধ্য পেতে ভাগ্যও একটি বড় ব্যাপার। ভাগ্যের ব্যাপারে রাশিফলের কথাও চিন্তা করা যেতে পারে। যদিও সবার জন্য ভাগ্যের চাকা সমানভাবে ঘোরে না। তবে তিনটি রাশির ক্ষেত্রে এ বছর ভালোবাসা দিবসটি অতি সুপ্রসন্ন।

বিজ্ঞাপন

এবছর মনের মানুষের কাছে প্রেম নিবেদন করতে পারেন তিন রাশির জাতক-জাতিকারা। রাশিগুলো হচ্ছে- মীন, কুম্ভ ও সিংহ রাশি। মীন রাশির ক্ষেত্রে এ বছর ভালোবাসা দিবস ভালোভাবেই কাটবে। মনের মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্য এ রাশির জাতক-জাতিকাদের এখনই আদর্শ সময়।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এবছর ভালো সময় কাটবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। নারীর কাছে প্রেম নিবেদন করার জন্য এ বছর ভালোবাসা দিবসই সেরা সময়। এ ছাড়া সিংহ রাশির জাতক-জাতিকাদেরও এ বছর ভাগ্য ভালো বলা যায়। প্রিয়জনের কাছে অফুরন্ত ভালোবাসা পাবেন তারা।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।