বিয়ের আগে যে টিপসগুলো আপনার জানা প্রয়োজন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

বিয়ে করতে যাচ্ছেন? দুশ্চিন্তায় নিজের যত্ন ঠিকমতো নেয়া হচ্ছে না? একদমই ভুল করছেন। জীবনের বিশেষ এই দিনটিতে নিজে অনন্য হিসেবে উপস্থাপন করতে চাইলে আজ থেকেই নিজের যত্ন নেয়া শুরু করুন।

চলুন জেনে নেই কিছু টিপস-

হট অয়েল মাসাজ: বিয়ের আগে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে খুবই উপকারী এই মাসাজ। এতে খুশকি ও চুল পড়ার সমস্যা কমে।

ডি মাসাজ: বিয়ের আচারানুষ্ঠানের ক্লান্তি দূর করতে খুবই উপকারী। এটি রক্তে অক্সিজেনের প্রবাহকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে।

হেয়ার মেকওভার: হেয়ার স্পেশালিস্ট নিকোস নারকিস্সসের মতে, বিয়ের আগে চুলের ধরন পাল্টানোও খুবই প্রয়োজনীয়।

ম্যনিকিয়র এবং পেডিকিয়োর: বিয়ের আগে ত্বকের যত্ন নেওয়ার মতো হাত এবং পা এর যত্ন নেওয়াও খুবই প্রয়োজনীয়। এই প্রক্রিয়ার ফলে লোমকূপও পরিষ্কার থাকে।

হেয়ার স্পা: বিউটি এক্সপার্ট অ্যামিন মানজি’র মতে, বিয়ের আগে প্রাণবন্ত চুলের জন্য হেয়ার স্পা খুবই প্রয়োজনীয়। এতে চুলের ঔজ্জ্বল্য ফিরে আসে, যা বিয়ের কনের মধ্যে এক অপূর্ব মাধুর্য এনে দেয়।

ব্যাক ম্যসাজ: বিয়ের আগে মসৃণ ত্বক পাওয়ার জন্য খুবই জরুরি এই প্রক্রিয়া। শরীরের নানা অঙ্গের ব্যথা-বেদনা থেকে মুক্তি পেতে খুবই কার্যকরী এই মাসাজ।

ফেস ক্লেনসিং: বিয়ের আগে উজ্জ্বল ত্বকের জন্য নিয়মিত ফেসিয়াল করা খুবই প্রয়োজনীয়।

এইচএন/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।