জেনে নিন নারী-পুরুষের মানসিক পার্থক্য

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ এএম, ১৭ জানুয়ারি ২০১৮

নারী-পুরুষ বরাবরই আলাদা। তাদের শারীরিক গঠনেও পার্থক্য রয়েছে। তবে কে কোন পরিবেশে বেড়ে উঠছে, তার উপরেই নির্ভর করে তার মানসিকতা। তবে নারী-পুরুষের মানসিক পার্থক্যটাই সবচেয়ে বড় বিষয়। ‘সাইকোলজি টুডে’ নামের ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, নারী-পুরুষের ১০টি মানসিক পার্থক্য আলোচিত হলো—

man

১. পুরুষের ব্রেন স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। নারী পছন্দ করেন ভাষা।
২. নারী ঝগড়া করলেও সচরাচর মারামারি করে না। পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পায় মারামারি।
৩. আবেগকে প্রাধান্য দেয় না পুরুষ। নারী অনেক ভেবে সিদ্ধান্ত নেয়।
৪. মজার কিছু হলে পুরুষ হাসে। নারী হাসে যখন তারা মনে করেন হাসবেন।
৫. পুরুষের প্রিয় গাড়ি পরিষ্কার করা নারীর কাছে জুতোর তলা পরিষ্কার করার সমান।
৬. আবেগজড়িত ঘটনার কথা পুরুষের তুলনায় নারী বেশি মনে করে।
৭. জীবনে স্ট্রেস বাড়লে পুরুষের শারীরিক চাহিদা বাড়ে। নারীর ক্ষেত্রে উল্টো।
৮. মানুষ বিচার করার ক্ষমতা পুরুষের তুলনায় নারীর অনেক বেশি হয়।
৯. নারীর সৌন্দর্য পুরুষকে আকৃষ্ট করলেও পুরুষের সৌন্দর্য নারীকে আকর্ষণ করে না।
১০. পুরুষ সমস্যা নিয়ে কারো সঙ্গে আলোচনা না করলেও নারীরা করে।

এসইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।