সুইডিশ প্রধানমন্ত্রী হাসপাতালে


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৬ জুলাই ২০১৫

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইথিওপিয়া থেকে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার মুখপাত্র।

মুখপাত্র অ্যান একবার্গ দ্য আফটনব্লাডেট সংবাদপত্রকে বলেন, স্টেফান লফভেন আদ্দিস আবাবায় একটি আন্তর্জাতিক উন্নয়ন কনফারেন্সে যোগদান শেষে দেশে ফেরার পথে ‘মারাত্মক বমণভাবাপন্ন’ হয়ে পড়লে তার বিমানটি স্টকহোমে অবতরণ মাত্রই তাকে একটি অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একবার্গ এএফপিকে বলেন, তার কিছু পরীক্ষা করা হবে এবং এরপর তিনি বাড়ি ফিরতে পারবেন।
তিনি প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

৫৭ বছর বয়সী সোশাল ডেমোক্র্যাট গত অক্টোবরে সুইডেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।