আজকের জোকস : ১২ জুলাই ১০১৫


প্রকাশিত: ০৬:১৮ এএম, ১২ জুলাই ২০১৫

ঢাকায় একটি উঁচু বিল্ডিং দেখে দুই পাগলের কথা হচ্ছে-
১ম পাগল : দোস্ত দেখ কত উঁচা বিল্ডিং, এইটা এতো উঁচায় রঙ করল কেমনে?
২য় পাগল : ধুর পাগল, এইটা ব্যাপার নাকি? কাত কইরা রঙ করছে, পরে সোজা কইরা দাঁড়া করাইছে, কিন্তু ভাবনার বিষয় হইলো এই ছোট গেট দিয়া এতো বড় বিল্ডিং ঢুকলো কেমনে!!

***
মামা : বল তো ভাগ্নে, চিতা বাঘ ঘন্টায় ২০০ কি. মি. বেগে দৌড়ায় কিন্তু কোনো সমস্যা হয় না কেন?
ভাগ্নে : কারণ, বনে কোন ট্রাফিক পুলিশ নেই।

***
স্যার : বলো তো ছোটন, ঢাকা কোথায় অবস্থিত?
ছোটন : খাটের নিচে স্যার।
স্যার : এসব কী বলছো!
ছোটন : বড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন, তখন আম্মু বলেন আব্বু ঢাকা গেছেন। তখন তো আব্বু খাটের নিচে থাকেন!

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।