শারাপোভাকে হারিয়ে ফাইনালে সেরেনা উইলিয়ামস


প্রকাশিত: ০৫:৪২ এএম, ১০ জুলাই ২০১৫

উইম্বলডন নারী এককের সেমিফাইনালে রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

দিনের অন্য সেমিতে, পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদোয়ানস্কাকে হারিয়ে প্রথম বারের মত কোনো গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন স্পেনের গারবাইন মুগুরুজা।

সেন্টার কোর্টে, রাশান তারকা শারাপোভার বিপক্ষে দাপটের সঙ্গে খেলে যান শীর্ষ বাছাই সেরেনা। প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন এ যুক্তরাষ্ট্র তারকা। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পযর্ন্ত ৬-৪ গেমে হেরে যান রাশান গ্ল্যামার গার্ল।

অন্যদিকে, আগ্নিয়েস্কা রাদোয়ানস্কার মুখোমুখি হন গারবাইন মুগুরুজা। প্রথম সেটে এই স্প্যানিয়ার্ডের কাছে ৬-২ গেমে হেরে যান রাদোয়ানস্কা। তবে ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন পোলিশ তারকা। ম্যাচ নির্ধারনী সেটে রাদোয়ানস্কাকে ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন মুগুরুজা।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।