আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক
দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মুত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খানের বরাত দিয়ে খালেদা জিয়া বলেন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আমজাদ খান চৌধুরী দেশের জন্য অবদান রেখেছেন।
খালেদা জিয়া বলেন, আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে দেশ গুরুত্বপূর্ণ আরেক ব্যক্তিকে হারালো। আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালে নাটোরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আলী কাশেম খান চৌধুরী। আমজাদ খান চৌধুরী শিক্ষাজীবন শুরু করেন ঢাকায়। গ্র্যাজুয়েশন করেন পাকিস্তান মিলিটারি একাডেমি ও অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে।
১৯৫৬ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরের পর ১৯৮১ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রাণ-আরএফএল গ্রুপ।
এমএম/এমএএস/আরআইপি/এসআরজে