কোন সংস্থার সদর দফতর কোথায়?

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ এএম, ২৬ নভেম্বর ২০১৭

অনেক সময় বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু সংস্থার সদর দফতর সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন জেনে নেই কোন সংস্থার সদর দফতর কোথায়?

১. ইউএনডিপি- নিউইয়র্ক
২. জাতিসংঘ- নিউইয়র্ক
৩. সিআইএ- ভার্জিনিয়া
৪. ওআইসি- জেদ্দা
৫. আইআরআরআই- ফিলিপাইন (লস ব্যানোস)
৬. সার্ক- নেপাল (কাঠমুন্ডু)
৭. ইউরোপীয় ইউনিয়ন- ব্রাসেলস
৮. ন্যাটো- ব্রাসেলস
৯. ইউনেসকো- প্যারিস
১০. ডব্লিউআইপিও- জেনেভা
১১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- বার্লিন, জার্মানি
১২. আন্তজার্তিক রেডক্রস- জেনেভা
১৩. এডিবি- ম্যানিলা
১৪. ইসলামি উন্নয়ন ব্যাংক- জেদ্দা
১৫. বিশ্বব্যাংক- ওয়াশিংটন
১৬. আন্তর্জাতিক আদালত- হেগ
১৭. আইএমএফ- ওয়াশিংটন ডিসি
১৮. হোয়াইট হল- ব্রিটেন
১৯. পিএলও- রামাল্লা, ফিলিস্তিন
২০. আইএইএ- ভিয়েনা
২১. ডব্লিউএইচও- জেনেভা
২২. এফএও- রোম
২৩. বিআইএমএসটিইসি- ঢাকা
২৪. সিরডাপ- ঢাকা
২৫. ন্যাম- নেই
২৬. জি-এইট- নেই
২৭. ইউএনআইডিও- ভিয়েনা
২৮. আইসিজে- হেগ
২৯. ওপিসিডব্লিউ- হেগ
৩০. ওপিইসি- ভিয়েনা
৩১. ডব্লিউটিএ- জেনেভা
৩২. ডব্লিউএলও- জেনেভা
৩৩. আইএলও- জেনেভা
৩৪. ইউএন ওমেন- নিউইয়র্ক
৩৫. ইফাদ- রোম
৩৬. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল- লন্ডন
৩৭. ইন্টারপোল- লিও
৩৮. আইডিএ- ওয়াশিংটন ডিসি
৩৯. ইউনিসেফ- নিউইয়র্ক
৪০. ইউএনসিটিডি- জেনেভা
৪১. আইটিইউ- জেনেভা
৪২. এএফপি- প্যারিস, ফ্রান্স
৪৩. এপি- নিউইয়র্ক
৪৪. রয়টার্স- লন্ডন
৪৫. সিএনএন- আটলান্টা, জর্জিয়া (যুক্তরাষ্ট্র)
৪৬. কমনওয়েলথ- লন্ডন
৪৭. ডি-এইট- ইস্তাম্বুল, তুরস্ক
৪৮. ইউএনইউ- টোকিও, জাপান
৪৯. ফিফা- জুরিখ, সুইজারল্যান্ড
৫০. আইসিসি- দুবাই

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।