চার ভাইবোন একসাথে
প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব মাহমুদুন্নবীর চার সন্তান ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, অন্তরা ও পঞ্চম। বাবার মতোই গানের ভুবনে প্রতিষ্ঠা পেয়েছেন ফাহমিদা ও সামিনা। দুই বোনের মতো নিয়মিত না হলেও পঞ্চমেরও রয়েছে বেশ কিছু জনপ্রিয় গান। অন্তরা গান ভালোবাসলেও তেমন করে গানের চর্চাটা করেননি।
এবার এনটিভির ঈদ অনুষ্ঠানে একসাথে দেখা যাবে চার ভাই বোনকেই। আড্ডার পাশাপাশি অনুষ্ঠানে ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পঞ্চম দুটি করে গান পরিবেশন করবেন। আর অন্তরা একটি গানের কিছু অংশ গেয়ে শোনাবেন।
গেল বুধবার অনুষ্ঠানটির দৃশ্যধারণ হরেছে। তিন ভাইবোন ঢাকায় থাকলেও ছোট বোন অন্তরা বর্তমানে লন্ডনে থাকেন। তিনি সেখান থেকেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন।
ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ঈদের দ্বিতীয় দিন বিশেষ এই মিউজিক্যাল অনুষ্ঠানটি প্রচার হবে। এর আগে গেল বছর মাইটিভির একটি অনুষ্ঠানে এই চার ভাই বোনকে একসাথে দেখা গিয়েছিলো।
এলএ