উখিয়ায় ইভটিজিংয়ের অপরাধে ছাত্রদল নেতা আটক


প্রকাশিত: ০২:৩০ পিএম, ৩০ জুন ২০১৫

কক্সবাজারের উখিয়ায় এক কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান খানকে (২০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উখিয়া থানা পুলিশ তাকে আটক করে।

তিনি রাজাপালং ইউনিয়নের হাজিপাড়া এলাকার বিএনপি নেতা মোবাশ্বের খানের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গত দু’দিন আগে উখিয়ার ডাকবাংলো যাত্রী ছাউনি এলাকায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ’র দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে ইমরান।  তার জ্বালায় অতিষ্ঠ হয়ে ওই শিক্ষার্থী বিষয়টি কলেজ অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে জানালে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ অভিযুক্তের উপর নজর রাখছিল।  মঙ্গলবার তাকে যাত্রী ছাউনি এলাকা থেকে আটক করে পুলিশ।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।