পাখির সঙ্গে বিমানের ধাক্কা!
অনেক সময় অনেক কারণে বিমানকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। তবে পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমানকে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছেন ভারতের এক পাইলট। আর অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ইন্ডিগোর ওই বিমানটি।
বিমানবন্দরের কর্মকর্তা অশোক কুমার বর্মা জানান, শনিবার রাত ৮টার দিকে আসামের রাজধানী গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ (৬ই-৬২৪)।
কিন্তু টেক অফের পরেই বিমানের সঙ্গে বরঝারের আকাশে একটি পাখির ধাক্কা লাগে। বিমানে ১৭৫ জন যাত্রী ছিলেন। চালক বাধ্য হয়ে বিমানটি আবার নামিয়ে আনেন।
পরে নিয়মমাফিক পরীক্ষা করে রাত ১০টা ২৮ মিনিটে বিমানটি কলকাতার উদ্দেশে উড়ে যায়।
বিএ/আরআইপি