প্রশাসনকে দলীয় কর্মীর মতো ব্যবহার করছে সরকার : আমীর খসরু


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৮ জুন ২০১৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে প্রশাসন নির্ভর হয়ে পড়েছে। এজন্য তারা প্রশাসনকে দলীয়কর্মীর মতো ব্যবহার করছে।

রোববার  কারামুক্ত ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার বিরোধীদলের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন চালিয়ে আর অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করেছে। সরকার মনে করেছে নিপীড়ন নির্যাতন করে বিএনপিকে নিঃশেষ করা যাবে । কিন্তু তা কখনো সম্ভব হবে না।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি  এম এ আজিজ, খুলশী থানা বিএনপির যুগ্মআহ্বায়ক শফিকুর রহমান স্বপন, মহানগর ছাত্রদল নেতা এইচ এম রাশেদ খান, মোহাম্মদ সিরাজ উদ্দিন, সদ্য কারামুক্ত বন্দর থানা ছাত্রদল নেতা মোহাম্মদ আজম উদ্দিন, তৌহিদুল ইসলাম রাসেল, নুর হোসেন উজ্জল, মোহাম্মদ সরওয়ার।

এছাড়া, খুলশী থানা ছাত্রদল নেতা গুলজার হোসেন মিন্টু, হেলাল হোসেন, আবদুর রশিদ টিটু মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ সায়েম, মামুন, শাহজালাল, মফিজুল ইসলাম, আলাউদ্দিন, মোহাম্মদ বাদশা, কামরুল আলম, মোহাম্মদ রাসেল, সোহাগ গাজী, বায়েজীদ থানা ছাত্রদল নেতা আজিজুর রহমান, শওকত আলম বাপ্পী, আরাফাতুল আলম রাসেল, রুবেল হোসেন, রাজু চৌধুরী প্রমুখ ।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।