দেশে দেশে সমকামিতা


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৭ জুন ২০১৫

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট একটি রায়ের মাধ্যমে  প্রায় সবকটি রাজ্যেই সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়েছে। সমলিঙ্গ বিবাহের বৈধতা এটিই প্রথম নয়। এর পূর্বেও অন্যান্য দেশে এই বিয়ের বৈধতা দেয়া হয়েছে। এবং এখনো কিছু অঞ্চলে বা দেশে এর বৈধতার জন্যে লড়ছেন সমকামিরা।

তবে তারই মধ্যে বেশ কিছু দেশে সমকামিতাকে বৈধতা দেয়া হয়েছে। সেগুলোর তালিকা দেখে নিন নিচে-

এখন পর্যন্ত ২১ টি দেশ সমকামি বিয়ের বৈধতা প্রধান করেছে। সেগুলো হচ্ছে- আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, ফিনল্যাণ্ড, ফ্রান্স, গ্রিনল্যান্ড, আইল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যাণ্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্পেন, সাউথ আফ্রিকা, সুইডেন, উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের সবরাজ্যে সমকামি বিয়ের বৈধতার কথা উল্লেখ করা হলেও এখনো কিছু কিছু রাজ্যে সমকামিতার বৈধতা দেয়া হয়নি। তারমধ্যে টেক্সাস, নেভাডা, ওহিহো, মিসিসিপি, কেন্টাকি, নেবার্স্কা, মিশিগান, লস এঞ্জেলস, টেনেসসি, আলাস্কা, আরকানসাস, নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটা, এবং জর্জিয়া রাজ্যে এখনো সমকামি বিবাহকে সামাজিকভাবে অবৈধ বলে ঘোষণা করা আছে।


আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।