মেহেরপুরে ডিজিটাল পদ্ধতিতে ছাপানো প্রশ্নে পরীক্ষা
প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ছাপানো প্রশ্নে মেহেরপুরে প্রাক-প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টার সময় ১২টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় মোট ৫ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জাগো নিউজকে জানান, এর আগে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। সেজন্য কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে এই প্রথম অনলাইনে প্রশ্নপত্র পাওয়ার পর প্রিন্ট করে বিভিন্ন কেন্দ্র পাঠানো হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এমজেড/আরআই