সমুদ্রের বিপজ্জনক প্রাণি

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৩ অক্টোবর ২০১৭

সমুদ্র মানেই ভয়। গা ছমছমে পরিবেশ। তলদেশে তো অপার বিস্ময়। কি নেই সেখানে? ভালো-মন্দ মিলিয়ে সব ধরনের প্রাণিও রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে অসংখ্য বিপজ্জনক প্রাণি। আসুন এসব প্রাণির মধ্য থেকে জেনে নেই কিছু বিপজ্জনক প্রাণি সম্পর্কে-

সি ওয়্যাসপস

sea

এটি জেলিফিশের একটি প্রজাতি। সি ওয়্যাসপস’র লেজে যে পরিমাণ বিষ থাকে, তাতে একসঙ্গে আড়াইশ’ মানুষ মারা যেতে পারে।

রিফ ফিশ

sea

ভারত ও প্রশান্ত মহাসাগরের তলদেশে এদের দেখতে পাওয়া যায়। মাছটি যখন কাউকে আক্রমণ করে; তখন কাঁটা ফুটিয়ে দেয়। এর বিষের কারণে রক্তে নিম্নচাপ, ভেনট্রিকুলার ফাইব্রিলেশন এবং পক্ষাঘাত হয়। যা পরে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

শামুক কোন

sea

সামুদ্রিক শামুকের খোলের বর্ণবৈচিত্র্যের কারণে এর ব্যাপক চাহিদা। কিন্তু শামুকটির সৌন্দর্যের পেছনে আছে ভয়ঙ্কর বিষ ভাণ্ডার। সেই বিষের এক ফোঁটায় বিশ জন প্রাণ হারাতে পারে।

ব্লু রিং

sea

এ অক্টোপাসটি সাধারণত হালকা বাদামি রঙের। যখন আগ্রাসী হয়ে ওঠে; তখন উজ্জ্বল নীল রঙের রিং দেখা যায় এর শরীরে। এর বিষাক্ত লালা মানুষের স্নায়ুতন্ত্রকে আঘাত করে। ফলে কয়েক ঘণ্টার মধ্যে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

প্রটোপ্যালিথোয়া

sea

এটি দেখতে সামুদ্রিক ফুলের মতো। অনেকটা শামুকের খোলের মত। এ ফুল থেকে নিঃসৃত ০.০২ মিলিগ্রাম বিষ ৭০ কেজি ওজনের মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট।

এসইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।