বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশিত: ১০:২৮ এএম, ২৪ জুন ২০১৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রফতানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করেছে। বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার রুপসী এলাকার সিকদার গ্রপ অব কোম্পানি নামে পোশাক কারখানার শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়।

শ্রমিকরা জানান, সিকদার গ্রুপ অব কোম্পানি নামে পোশাক কারখানায় প্রায় ১২’শ শ্রমিক কাজ করেন। মে মাসের বকেয়া বেতন-ভাতা এ মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধের কথা ছিল। পরে শ্রমিকদের চাপের মুখে মালিকপক্ষ ২৩ জুন বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন।

 কিন্তু ২৩ জুনও বেতন-ভাতা না পেয়ে বুধবার সকাল ১০টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানা ত্যাগ করে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদের শান্ত্বনা দেন এবং তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার জন্য মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিকরা শান্ত হন।

অপরদিকে, শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর (বীর প্রতিক) এর রূপসীর বাসায় অবস্থান নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন-ভাতা পরিশোধ করার ব্যবস্থা করার দাবি জানান।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) জাফর উল্লাহ জানান, বুধবার সন্ধ্যার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার চেষ্টা চলছে।

এদিকে শ্রমিকরা জানান, তারা বেতন-ভাতা না পেয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। মুদি দোকানদাররা বাকিতে জিনিসপত্র দিচ্ছেন না। পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করছেন। বাড়িওয়ালারাও ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। এমন অবস্থায় তারা অসহায় হয়ে পড়েছেন। রাস্তায় নামা ছাড়া তাদের আর কোন উপায় নেই।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য মালিক পক্ষকে চাপ দেয়া হয়েছে। তারা জানিয়েছেন, দ্রুত বেতন-ভাতা পরিশোধ করে দেয়া হবে।

মীর আব্দুল আলীম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।