প্রভাবশালীদের দখলে দুই হাজার একর পরিত্যক্ত জমি


প্রকাশিত: ০৮:১৪ এএম, ২০ জুন ২০১৫

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিত্যক্ত জমির মধ্যে ২ হাজার ১০ দশমিক ৩৯৯ একর জমি সরকারের বেদখলে রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

শনিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য এম, আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে প্রায় ৬ হাজার ৭৯৮ দশমিক ৫৮৮ একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে। এর মধ্যে সরকারের দখলে ৩ হাজার ৮ শত ৯৮ দশমিক ১৩৬ একর এবং সরকারের বেদখলে ২ হাজার ১০ দশমিক ৩৯৯ (২,০১০ দশমিক ৩৯৯) একর। এ ছাড়াও পূর্ত, শিল্প, তথ্য, অর্থ, বাণিজ্য, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনেও পরিত্যক্ত সম্পত্তি রয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে খাসজমির পরিমাণ কৃষিজমি ২১ লাখ ১ হাজার ৫ শত ৫৯ দশমিক ২৮৮৩ একর এবং অকৃষি খাসজমির পরিমাণ ১৭ লাখ ৬৯ হাজার ৩৮৫ দশমিক ০৪৫৪ একর। উক্ত জমির মধ্য নিষ্কন্টক কৃষিজমির পরিমাণ ৯ লাখ ৩৬ হাজার ৯৫৭ একর এবং নিষ্কন্টক অকৃষি জমির পরিমাণ ১০ লাখ ৫৪ হাজার ২৮৮ দশমিক ৭৭৪৫ একর।

নুরুল ইসলাম মিলনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৩-১৪ অর্থবছরের ভূমি উন্নয়ন করের পরিমাণ ৩৫৬ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ২০২ টাকা। ২০১৪-১৫ অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের পরিমাণ ২৬৪ কোটি ৭০ লাখ ৬ হাজার ৯৭৭ টাকা।

এইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।