ভাগ্য বদলে লবণের যতো গুণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০২ অক্টোবর ২০১৭

লবণ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি উপাদান। হিন্দুশাস্ত্রে সামুদ্রিক লবণকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। অনেক হিন্দু ধর্মানুষ্ঠানে লবণকে অপরিহার্য মনে করা হয়। তবে বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে, লবণের সঠিক ব্যবহার বদলে দিতে পারে মানুষের ভাগ্য। আসুন তাহলে জেনে নেই সেই ছয়টি পরামর্শ—

• লবণ নেতিবাচক শক্তিকে বাড়ির বাইরে রাখতে সক্ষম। এ গুণের সুফল পেতে এক বালতি পানিতে কিছুটা লবণ মিশিয়ে সেই পানি দিয়ে ঘর মুছে নিন।

salt

• ঘরের বিভিন্ন স্থানে ছোট ছোট পাত্রে লবণ ভরে রেখে দিন। এতে বাস্তুদোষ দূর হয়।

• অবসাদ বা উদ্বেগে ভুগলে একটি লবণের দলা মুঠোর মধ্যে কিছুক্ষণ রাখুন। তারপর বেসিনে লবণসহ হাতটি ধুয়ে ফেলুন। এতে শরীর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। হাত ধোয়ার সময়ে লবণ যেন বেসিনের বাইরে না পড়ে।

salt

• ঘরের কিছু জিনিসপত্র পরিষ্কার করার সময় লবণ ব্যবহার করুন। লবণ স্ক্রাবার হিসেবে কাজ করে। ফলে জিনিসপত্র সহজেই পরিষ্কার হয়। তা ছাড়া এ অভ্যাসের কারণে সংসারে সমৃদ্ধিও আসবে।

salt

• কুদৃষ্টি থেকে কাউকে রক্ষা করতে মুঠোর মধ্যে কিছুটা লবণ নিয়ে তার মাথার উপর দিয়ে হাতটি তিন বার ঘুরিয়ে দিন।

• বাথরুমে একটি পাত্রে কিছুটা লবণ রেখে দিন। কিছুদিন পর পর বদলে দিন। এতে সংসারে সমৃদ্ধি আসবে।

এসইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।