ঝিনাইদহে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিত থেকে মনোমুগ্ধকর এ খেলা দেখেন। প্রতিবছর এমন খেলা আয়োজনের দাবি জানান তারা।

আয়োজক কমিটি জানায়, শনিবার দুপুর থেকে শুরু হয়ে খেলা চলে একটানা সন্ধ্যা পর্যন্ত। ঝিনাইদহের গাড়াবাড়িয়া, রাধানগর, শ্রীফলতলাসহ বিভিন্ন এলাকার ৮টি লাঠিয়াল দল খেলায় অংশ নেয়।

লাঠিয়াল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘খেলা দেখে মানুষ আনন্দ পায়। আর তাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত হই, তাই এ খেলা করি।’

stick

ইউপি সদস্য আবু বকর বিশ্বাস ও আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘লাঠি খেলা দেখে খুব মজা পেয়েছি। পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত করে দিতে প্রতিবছরই যেন খেলার আয়োজন করা হয়।’

আয়োজক আজাদুজ্জামান মুন্সী জাগো নিউজকে বলেন, ‘অতীত ঐতিহ্যকে ধরে রাখতেই এ আয়োজন। প্রতিবছরই লাঠি খেলায় প্রচুর লোকের সমাগম হয়। আমাদের এ ঐতিহ্য যেন হারিয়ে না যায়, নতুন প্রজন্ম যেন মনে রাখে- এ কারণেই এ খেলার আয়োজন করেছি।’

শৈলকুপার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার জাগো নিউজকে বলেন, ‘সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যবাহী অনেক খেলা। এমনই একটি খেলার নাম ‘লাঠি খেলা’। এ আয়োজনে সবাই খুব খুশি।’

stick

জেলা পরিষদ সদস্য রেজাউল করীম খাঁ জাগো নিউজকে বলেন, ‘বিভিন্ন এলাকার শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ এসেছে খেলা দেখতে। ঢোলের তালে তালে বাহারি রঙের পোশাক পরে নেচে-গেয়ে নানা ধরনের শারীরিক কসরত প্রদর্শন করেন খেলোয়াড়রা। তাদের এই খেলা দেখে মুগ্ধ হন উপস্থিত সবাই।’

আহমেদ নাসিম আনসারী/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।