চীনে তৈরি হলো কাঁচের ব্রীজ


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৮ জুন ২০১৫

ইট সিমেন্টে গড়া ব্রীজ তো দেখাই যায়। পরিবেশ এবং অবস্থান ভেদে সেটা কখনো বা কাঠের হয়ে থাকে। তবে কাঁচের ব্রীজ- এতো একেবারেই অসম্ভব! তেমনি এক অসম্ভব কর্ম সাধন করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিলো চীন।

চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল পার্ক গ্র্যান্ড ক্যানিয়নের উপর এই ব্রীজটি তৈরি করেছে দেশটি। রক্ত শীতল করা খবর হলো ব্রীজটির নিচে রয়েছে ৩০০ মিটার গভীর খাদ। ধারণা করা হচ্ছে এটিই পৃথিবীর সর্ব উঁচু এবং দীর্ঘ কাঁচের ব্রীজ।

দূর্বল চিত্তের অধিকারী কেউ এই ব্রীজে উঠলে নিঃশ্বাস আটকে যেতে বাধ্য। ব্রীজের নিচে রয়েছে সবুজ গাছে ঘেরা গভীর খাদ। হঠাৎ তাকালে মনে হতে পারে পায়ের নিচ থেকে বুঝি পৃথিবীটাই সরে গেছে।

জানা যায় ব্রীজটি লম্বায় ৩০০ মিটার ও চওড়ায় প্রায় ৬ মিটার। আর এই ব্রীজটির নকশা ও পরিকল্পনা করেছেন ইসরায়েলের বিখ্যাত আর্কিটেক্ট হায়িম দোতান।

কাঁচের এই ব্রীজের দুই দিকেই স্টিলের বীম দিয়ে ঘিরে দেয়া হয়েছে। স্থপতির দাবি অনুযায়ী এই ব্রীজে একসঙ্গে ৮০০ জন মানুষ চলাফেরা করতে পারবে। ব্রীজটি তৈরিতে শক্তপোক্ত গ্লাসের কাঠামো ব্যবহার করা হয়েছে। এছাড়া একটু পরপরই রয়েছে সাসপেন্স কেবল। ব্রীজটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, বৃষ্টির দিনে দূর থেকে এটিকে অদৃশ্য মনে হবে।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।