সুবোধ এখন কোথায়!

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৮ আগস্ট ২০১৭

এ বছরের ফেব্রুয়ারি থেকে ‘সুবোধ’ চরিত্রটি মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর অঙ্কনশিল্পীরা একটি রহস্যময় প্রশ্ন তুলে ধরেছেন পথচারীর কাছে। বর্তমানে সুবোধকে নিয়ে গান আর কবিতাও লেখা হচ্ছে।

তবে ‘সুবোধ এখন জেলে, পাপবোধ নিশ্চিন্তে করছে বাস মানুষের হৃদয়ে’ চিত্রটি দেখার পর অনেকের মনে প্রশ্ন জেগেছে- সুবোধ এখন কোথায়? কিন্তু এ প্রশ্নের উত্তর কারো জানা নেই।

১.
subodh
রাজধানীর শের-ই-বাংলা নগর উচ্চ বিদ্যালয়ের সামনের যাত্রী ছাউনির দেয়ালে খাঁচাবন্দি লাল সূর্য নিয়ে পালাতে উদ্যত সুবোধ। পাশে লেখা ‘তবুও সুবোধ রাখিস সূর্য ধরে’। নিচে লোগোর মতো ইংরেজি লেখা আছে HOBEKI (হবেকি)।

২.
subodh
আগারগাঁও-মহাখালী লিংক রোডে পুরনো বিমানবন্দরের দেয়ালে খাঁচাবন্দি টকটকে লাল সূর্য হাতে দাঁড়িয়ে আছে সুবোধ। পাশে লেখা ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছুই নেই’।

৩.
subodh
আগারগাঁও-মহাখালী লিংক রোডে পুরনো বিমানবন্দরের দেয়ালে আরেকটি চিত্র দেখা যায়। তাতে লেখা, ‘সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না।’ তবে এবার খাঁচাবন্দি সূর্যটা লাল নয়, হলুদ। দেখে মনে হয়, সুবোধ দৌড়ে পালিয়ে যাচ্ছে।

৪.
subodh
আগারগাঁও-মহাখালী লিংক রোডে পুরাতন বিমানবন্দরের দেয়ালে দেখা যায় চিত্রটি। এখানে সুবোধের উপস্থিতি নেই। তবে এখানে খাঁচাবন্দি হলুদ সূর্য একটি তারে ঝুলছে।

৫.
subodh
এই ছবিটিও আগারগাঁও-মহাখালী লিংক রোডে পুরাতন বিমানবন্দরের দেয়ালের। এখানে খাঁচাবন্দি সূর্য পাশে রেখে তীব্র যন্ত্রণায় মাথা চেপে বসে আছে সুবোধ। এতে লেখা, সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছুই নেই’।

৬.
subodh
আগারগাঁও-মহাখালী লিংক রোডে পুরাতন বিমানবন্দরের দেয়ালে আঁকা ছবিতে দেখা যাচ্ছে- মাটিতে রাখা খাঁচাবন্দি সূর্য, এলোমেলো চুলের সুবোধ খাঁচাটি নিয়ে দৌড়াতে উদ্যত। এতে লেখা, ‘সুবোধ তুই পালিয়ে যা, ভুলেও আর ফিরে আসিস না!’

৭.
subodh
আগারগাঁও থেকে শিশুমেলা যেতে সড়কের বামপাশে লেখা আছে, ‘সুবোধ তুই পালিয়ে যা, এখন মানুষ ভালোবাসতে ভুলে গেছে’। তবে এখানে খাঁচাবন্দি সূর্য এবং সুবোধ নেই। শুধু লোগোটি রয়েছে।

৮.
subodh
আগারগাঁও থেকে শিশুমেলা যেতে সড়কের বামপাশে সাদার মধ্যে লাল বর্ণে বড় করে লেখা HOBEKI? নিচে আকাশের দিকে তাকিয়ে দু’টি কাক বসে আছে। এখানে সুবোধ বা খাঁচাবন্দি সূর্য নেই। তাহলে সুবোধ এখন কোথায়?

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।