ক্ষমা চেয়ে চোরের চিঠি


প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৫ জুলাই ২০১৪

আট বছর আগের জুতা চুরির ঘটনায় অনুতপ্ত হয়ে জুতার মালিকের কাছে চিঠি পাঠিয়েছে এক চোর। চিঠিতে চোর শুধু ক্ষমাই চায়নি, জুতার দাম বাবদ ৫০০ সৌদি রিয়ালও ফেরত দিয়েছে।

সৌদি আরবের পত্রিকা সাবাক বৃহস্পতিবার জানায়, ঘটনার দিন রাতে সৌদির নাগরিক আবু আবদুল রহমান তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গেলে সেখানে তার জুতাজোড়া চুরি হয়। শুক্রবার এ খবর জানায় গালফ নিউজ। স্থানীয় রীতি অনুযায়ী, অনুষ্ঠানকালীন মজলিসে খাবার পরিবেশন করা হয়। এ সময় অতিথি ও গৃহকর্তাসহ সবাইকে তাদের জুতা দরজার বাইরে রাখতে হয়। জুতাজোড়াটি কেনার পর ওই দিনই প্রথম ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন আবদুল রহমান। আবদুল রহমান বলেন, গত বুধবার এক যুবক আমার অফিসে একটি খাম দিয়ে যায়। সেটা খুলে সেখানে আমি একটি কম্পিউটারে টাইপ করা নোট দেখতে পাই। তিনি বলেন, নোটে চোরটি লিখেছে, সে আমার জুতাজোড়া চুরির ঘটনায় বেশ অনুতপ্ত। পবিত্র রমজান মাস উপলক্ষে সে আমার কাছে ক্ষমা চেয়েছে। তিনি আরও জানান, চোরটি জুতার দাম বাবদ ৫০০ রিয়ালও দিয়েছে। প্রকৃতপক্ষে জুতাজোড়ার দাম এর অর্ধেক বলে জানান তিনি। আবদুল রহমান জানান, তিনি চোরকে কয়েক বছর আগেই ক্ষমা করে দিয়েছেন এবং চোরের দেয়া অর্থগুলো একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন। এদিকে চোরও তার নোটে উল্লেখ করেছে, ওই জুতাজোড়া সে এক অভাবী ব্যক্তিকে দান করে দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।