৭৮৫ সিঁড়ির কোনপিরা-সান

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৬ আগস্ট ২০১৭

শ্রাইন হচ্ছে মন্দির, প্যাগোডা বা ধর্মীয় স্থাপনা। জাপানে ৭৮৫ সিঁড়ি বিশিষ্ট একটি শ্রাইন রয়েছে, যার নাম কোনপিরা-সান। এদো যুগে জীবনে একবার কোনপিরা-সান নামে পরিচিত শ্রাইন পরিদর্শন করা অনেক জাপানির স্বপ্ন ছিল।

siri

> আরও পড়ুন- দেখে আসুন শরতের রং বদল

সমুদ্রকে রক্ষা করার দেবতা হিসেবে, কাগাওয়া জেলার কোতোহিরা শহরের এই শ্রাইন এখনও প্রতিবছর ৪০ লক্ষ প্রার্থনাকারীকে আকর্ষণ করে থাকে।

siri

বিখ্যাত সেই ৭৮৫টি পাথরের সিঁড়ি বেয়ে উঠে মনের বাসনা শ্রাইনে নিবেদন করতে পারেন। উঠতে পারেন পায়ে হেঁটে বা পালকিতে করে। তখন আপনার মনে হবে, আপনি একজন রাজকুমার বা রাজকুমারী।

> আরও পড়ুন- জাপানের বিখ্যাত আপেল শহর

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে- গোনিন বিয়াকুশো ৮শ’ বছর ধরে এখানে ক্যান্ডি বিক্রি করে আসছে। কেবল ৫টি পরিবারকে এই পবিত্র চত্বরে ব্যবসা করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

siri

এখানে রয়েছে কুকুরের আবক্ষ মূর্তি। এই কুকুরগুলো এদো যুগে তাদের মালিকদের এই শ্রাইন পরিদর্শনের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছিল। কোনপিরা-সানের সবগুলো সিঁড়ি পেরিয়ে প্রধান শ্রাইনে পৌঁছানো যায়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।