রাশিফল : ২৮ মে ২০১৫


প্রকাশিত: ০৩:২৪ এএম, ২৮ মে ২০১৫

বৃষ (এপ্রিল ২০-মে ২০) : উপস্থিতবুদ্ধি ও সময়োচিত সাহসে বিপদ থেকে উদ্ধার। কর্মক্ষেত্রে উন্নতির সুখবর মিলতে পারে। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে গিয়ে সঞ্চয়ে বাধা।

মিথুন (মে ২১-জুন ২০) : নিজের কৌশলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। বিলাসব্যসন ঘিরে পরিবারে অশান্তি। চারুকলায় দক্ষতার সূত্রে বাড়তি উপার্জনের হদিস।

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : কর্তাব্যক্তির হস্তক্ষেপে কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে-বাইরে দায়িত্বের চাপে ক্লান্তি ও অবসাদ। আপনার চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

কর্কট (জুন ২১-জুলাই ২২) : দীর্ঘদিনের কোনও প্রাপ্য পেয়ে যেতে পারেন। কর্মীকে ঘিরে ব্যবসায় জটিলতা। ত্রিকোণ সমস্যায় দাম্পত্যে সংঘাতের আশঙ্কা।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) : অপ্রিয় সত্যভাষণে নিকটজনেরাও মুখ ঘুরিয়ে নিতে পারেন। বিষয়সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। চুরি বা ডাকাতিতে দ্রব্যার্থের ক্ষতির আশঙ্কা।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) : গবেষণা ও কর্মপরিকল্পনায় মৌলিকতার স্বীকৃতি। ধৈর্য ও মনোবলের সাহায্যে শত্রুর মোকাবিলা। রক্ষণশীল মনোভাবের জন্য পরিবারে অশান্তি।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) : বাধাবিঘ্নের মধ্য দিয়ে কর্মে অগ্রগতি। একাধিক উপায়ে আয় বৃদ্ধি। অন্যের ক্ষতি করার প্রবণতা মানসিক স্থিতি বানচাল করে দিতে পারে।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) : অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেওয়াই ভাল। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। গুরুজনের শারীরিক সমস্যায় বহু ব্যয়।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) : মৌলিক কৌশলেই ব্যবসায় সাফল্যের সূচনা। গুরুজনের সঙ্গে বিবাদে মনঃকষ্ট। পায়ের হাড় নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) : পদোন্নতির সম্ভাবনা শেষ সময়ে পিছিয়ে যেতে পারে। সংস্থা পরিবর্তনের চেষ্টায় আশা কম। হঠকারী সিদ্ধান্তে বিপত্তির আশঙ্কা।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) : সহকর্মীদের সহায়তায় কোনও জটিল সমস্যার সমাধান। অভিনয়াদি চারুকলার চর্চায় ব্যুৎপত্তির স্বীকৃতি। প্রেমপ্রণয়ে বাধা কেটে যেতে পারে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) : মৌলিক কৌশলে কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে প্রশংসা পেতে পারেন। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। প্রিয়জনের অনৈতিক কাজকর্মে সংসারে অশান্তি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।