আজকের জোকস : ২৭ মে ২০১৫


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৭ মে ২০১৫

ছাত্রী : স্যার, দরজা -জানালা বন্ধ করে দিন!
শিক্ষক : কেন?
ছাত্রী : আপনাকে একটা চমৎকার জিনিস দেখাবো!
শিক্ষক : সত্যি!
ছাত্রী : হ্যাঁ স্যার। আগে দরজা -জানালা সবকিছু বন্ধ করে দিন, যাতে আলো না আসে!
শিক্ষক : তারপর?
ছাত্রী : আমার কাছে আসুন।
শিক্ষক : এবার কী করবো বলো?
ছাত্রী : স্যার, এই যে দেখুন। আমার নতুন ঘড়িতে লাইট জ্বলে!

***

শিক্ষক : পল্টু, তোমার এত দেরি হলো কেন?
পল্টু : রাস্তায় একজনের একটি পাঁচশো টাকার নোট হারিয়ে গিয়েছিল স্যার।
শিক্ষক : আচ্ছা, তুমি কি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করেছিলে?
পল্টু : না স্যার। আমি টাকাটার উপর দাঁড়িয়েছিলাম।

***

ছেলে গাল চেপে ধরে কাঁদছে দেখে-
মা : কী রে, কাঁদছিস কেন?
ছেলে : বাবা দেয়ালে পেরেক মারতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছে।
মা : এতে কাঁদার কি আছে? বাবা বড় মানুষ না, এটুকু ব্যথায় তার কিছু হয়?
ছেলে : আমিতো প্রথমে হেসেইছিলাম, সেজন্যইতো বাবা আমাকে...!

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।