বরফে ঢাকা ৫ দেশ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২০ জুলাই ২০১৭

শীতপ্রধান অঞ্চলের পাশাপাশি গ্রীষ্মপ্রধান অঞ্চল যেমন রয়েছে, তেমন নাতিশীতোষ্ণ বা মরু অঞ্চলও রয়েছে। তবে শীতপ্রধান অঞ্চলে বরফের প্রভাব বেশি। কেননা পৃথিবীর অনেক দেশ শীতপ্রধান। আসুন শীতপ্রধান কিছু দেশের ছবি দেখি-

আমেরিকা
america
প্রচণ্ড শীতের কারণে আমেরিকায় বরফ পড়ে। বরফ পড়ার কারণে অনেক সময় রাস্তা-ঘাটে যান চলাচলও বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে জীবন।

ফিনল্যান্ড
Finland
শীতপ্রধান দেশ হিসেবে ফিনল্যান্ডের পরিচিতি পৃথিবীব্যাপী। শীতকালে বরফে ঢেকে যায় দেশটির প্রকৃতি। তবু এদেশের মানুষ শীতকে উপভোগ করে।

গ্রিনল্যান্ড
Greenland
শীতের কারণে গ্রিনল্যান্ডের ঘর-বাড়ির চারপাশে বরফ জমে থাকে। শীতের প্রকোপ থেকে বাঁচতে এদেশের মানুষ প্রয়োজন ছাড়া বাইরে যায় না।

অ্যাস্তোনিয়া
Astonia
প্রচণ্ড শীতের কারণে অ্যাস্তোনিয়ার মাঠ-ঘাট বরফে ঢেকে থাকে। দেখে মনে হয় না এদেশে মাটি রয়েছে। মনে হয় বরফের ওপর গড়ে উঠেছে শহর।

মঙ্গোলিয়া
Mongoliya
পৃথিবীর শীতলতম দেশের মধ্যে মঙ্গোলিয়া অন্যতম। এখানে প্রচণ্ড ঠান্ডার কারণে বরফ জমা হয়। ভবনের ছাদে কিংবা চূড়ায়ও জমা হয় বরফ।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।