বৃষ্টি মানেই ভোগান্তি

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১১ জুলাই ২০১৭

এখন বর্ষাকাল। বৃষ্টির মৌসুম। বলা নেই- কওয়া নেই হঠাৎ ঝুম বৃষ্টি। বৃষ্টির ছোঁয়ায় মন নেচে উঠলেও ভোগান্তির কারণে চুপসে যায় নিমিষেই। শহরের অব্যবস্থাপনা দুর্ভোগ বাড়িয়ে দেয় শতগুণ। বৃষ্টি ঝরা দিনের এমন কিছু ছবি তুলেছেন আরিফুল ইসলাম আরমান।

১.

rain

শহরে বৃষ্টি হলেই হাঁটু পানি যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাই রাস্তার জলে যানবাহনের ডুবসাঁতার চোখে পড়ার মতো। 

২.

rain

বাড্ডা এলাকার রাস্তায় পড়ে আছে ড্রেনেজ ব্যবস্থার জন্য নির্মিত কংক্রিটের পাইপ। ময়লার বস্তাও দেখা যায় মাঝে মাঝে।  

৩.

rain

মাথার ওপর বৃষ্টি আর নিচে হাঁটু জল নিয়ে যানজটেও বাড়ে দুর্ভোগ। অপেক্ষার প্রহর গুনতে গুনতে জমে ওঠে পানি।

৪.

rain

রাস্তার পানিকে উপেক্ষা করে ছুটে চলে মোটরসাইকেল। লুকিয়ে থাকা গর্ত বা ভাঙা রাস্তায় যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

৫.

rain

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ম্যানহোল। তাই ম্যানহোলের ঢাকনা না থাকায় লাল কাপড়ের নিশান ওড়াতে হয়েছে কোথাও কোথাও। যা ঝুঁকিপূর্ণই বটে।

৬.

rain

বৃষ্টিতে বেশি দুর্ভোগ পোহাতে হয় রিকশাচালকদের। যাত্রীরাও থাকেন আতঙ্কে। কখন না জানি আবার রিকশা উল্টে যায় যাত্রীসহ। 

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।