ইনজুরির কবলে সাকিব


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২২ মে ২০১৫

ডান পায়ের শিন বোনের ইনজুরির কারণে প্রস্তুতি ক্যাম্প থেকে বিশ্রামে চলে যেতে হলো বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এর আগে একই কারণে অস্ত্রোপাচারও করতে হয়েছিলো তাকে।

এ ব্যাপারে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘বিশ্রামের কোনো বিকল্প নেই। বিশ্রাম নিলে যদি ব্যথাটা কমে, তাহলে ভালো।’

তিনি আরো জানান, ‘শিন বোনের যে জায়গায় অস্ত্রোপচার হয়েছিল, এখন ব্যথাটা হচ্ছে এর ঠিক নিচেই। বিশ্রাম নিয়ে কমলেও সামনে অনেকগুলো সিরিজ থাকায় সেটি ফিরে আসার ঝুঁকিও আছে। আর ব্যথা যদি বাড়তেই থাকে, তাহলে ভবিষ্যতে আবারও অস্ত্রোপচার লাগতে পারে সাকিবের।’

এই ব্যস্ত মৌসুমে সাকিবের এমন ইনজুরির খবর বাংলাদেশ দল ও সাকিবভক্তদের জন্য চরম দুশ্চিন্তার এক বিষয়।

এসকেডি/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।