সবচেয়ে বেশি প্রবাসী যে ১০ জেলায়

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৮ জুলাই ২০১৭

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রবাসীরা। দেশের ৬৪ জেলার মধ্যে ১০টি জেলার মানুষ বেশি প্রবাস জীবন কাটায়। আজ আপনাদের জানাবো প্রবাসে যে ১০ জেলার মানুষ সবচেয়ে বেশি থাকেন।

কুমিল্লা
comilla
প্রবাসে সবচেয়ে বেশি রয়েছে কুমিল্লা জেলার লোক। কুমিল্লা থেকে মোট ৬ লাখ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন।

চট্টগ্রাম
chitagong
১০ জেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। এই জেলার ৫ লাখ ৪১ হাজার ৭০৯ জন বিভিন্ন দেশে অবস্থান করছেন।

ব্রাহ্মণবাড়িয়া
brahmonbaria
প্রবাসের ১০ জেলার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এই জেলা থেকে ২ লাখ ৯৫ হাজার ৩৮১ জন লোক বিদেশে পাড়ি জমান।

টাঙ্গাইল
tangail
প্রবাসে অবস্থানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে টাঙ্গাইল জেলা। এই জেলার ২ লাখ ৯০ হাজার ৭১৭ জন বিদেশে অবস্থান করছেন।

ঢাকা
dhaka
১০ জেলার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এই জেলার ২ লাখ ৫৩ হাজার ৭৩৪ জন জীবিকার তাগিদে দেশের বাইরে বসবাস করছেন।

চাঁদপুর
chandpur
প্রবাসে অবস্থানের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে চাঁদপুর জেলা। এই জেলার ২ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন বিভিন্ন দেশে কর্মসংস্থান খুঁজে নিয়েছেন।

নোয়াখালী
noakhali
১০ জেলার তালিকায় সপ্তম স্থানে রয়েছে নোয়াখালী। এই জেলার ২ লাখ ২৭ হাজার ৩৪৩ জন বিভিন্ন দেশে জীবিকা নির্বাহ করছেন।

মুন্সীগঞ্জ
munshiganj
প্রবাসের ১০ জেলার তালিকায় অষ্টম স্থানে রয়েছে মুন্সীগঞ্জ। এই জেলার ১ লক্ষ ৭৩ হাজার ৪৭৭ জন বিদেশে অবস্থান করছেন।

নরসিংদী
narsingdi
১০ জেলার তালিকায় নবম স্থানে রয়েছে নরসিংদী। এই জেলার ১ লাখ ৫৯ হাজার ৩৮৪ জন দেশের বাইরে তাদের কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়ছেন।

ফেনী
feni
প্রবাসে অবস্থানের তালিকায় দশম স্থানে রয়েছে ফেনী জেলা। এই জেলার ১ লাখ ৫৬ হাজার ১৯৯ জন বিদেশে থাকেন।

সূত্র : ডয়েচে ভেলে

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।