পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশ


প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৩ জুলাই ২০১৭

কোন দেশ দুঃখী থাকতে চায়। তবু বিভিন্ন কারণে তারা সমস্যায় জর্জড়িত হয়ে পড়ে। এতে দুঃখী দেশের প্রত্যেক নাগরিক দুঃখী হয়। কিন্তু কীভাবে বুঝবো কোন দেশ দুঃখী? সে জন্যই প্রকাশিত হয়েছে পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকা। কোন কোন দেশ সবচেয়ে দুঃখী দেখে নিন এক পলক।

আফ্রিকা
african
পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। মাত্র ২ দশমিক ৫৯ পয়েন্ট পাওয়ায় বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হয়েছে দেশটি।

বুরুন্ডি
burundi
পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশের তালিকায় দ্বিতীয় সেরা দুঃখী দেশ হয়েছে বুরুন্ডি। তাদের পয়েন্ট ২ দশমিক ৯১।

তানজানিয়া
tanjania
তৃতীয় সেরা দুঃখী দেশ তানজানিয়া। ৩ দশমিক ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় সেরা দুঃখী দেশ হয়েছে আফ্রিকার আরেক দেশ তানজানিয়া।

সিরিয়া
syriya
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া সবচেয়ে দুঃখী দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। চতুর্থ স্থান পাওয়া দেশটির পয়েন্ট ৩ দশমিক ৪৬।

টোগো এবং রুয়ান্ডা
ruanda
আফ্রিকার দু’টি দেশের পর টোগো এবং রুয়ান্ডা যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করেছে। দেশ দু’টি ৩ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে পঞ্চম দুঃখী দেশ নির্বাচিত হয়েছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।