সাইবার সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইন


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২২ জুন ২০১৭

সারা বিশ্বের মত বাংলাদেশেও সাইবার বুলিং বেশ আলোচিত। গবেষণা বলছে, দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রায় ৪৭ ভাগ বিভিন্ন ভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এ সমস্যা মোকাবেলায় গ্রামীণফোন এবং টেলিনর শুরু করেছে অ্যান্টি-সাইবার বুলিং ক্যাম্পেইন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে এরই মধ্যে একটি ভিডিওচিত্র তৈরি করা হয়েছে। যা নির্মাণ করেছে লিটল বিগ ফিল্মস।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বাংলাদেশে অনলাইনে সংঘটিত অপরাধগুলো অনেক সময়ই ক্ষতিকর বলে মনে করা হয় না। ফলে অনেক অ্যান্টি-সাইবার বুলিং ক্যাম্পেইন অকার্যকর হয়ে পড়ে। এই বিষয়কে প্রাধান্য দিতেই ক্যাম্পেইনে সাইবার বুলিং আর শারীরিক নির্যাতনের মধ্যকার সামঞ্জস্য দেখানো হয়েছে।

গ্রামীণফোনের ক্যাম্পেইনটি এই সহিংসতা মোকাবেলার প্রথম ধাপ। ইতোমধ্যেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ক্যাম্পেইনটি এগিয়ে নিতে ও একটি হটলাইনের মাধ্যমে সাইবার বুলিংয়ের বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।