বাংলাদেশ ইউনিভার্সিটি ও আইআইটির শিক্ষা চুক্তি


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১২ মে ২০১৫

ভারত তথা পৃথিবীর শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) সঙ্গে শিক্ষা, বৃত্তি ও গবেষণা বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার আইআইটির সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আইআইটির পক্ষে ড. খেরে এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে ডেপুটি ডাইরেক্টর কাজী তাইফ সাদাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবালসহ আইআইটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা এডিবি, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতাসংস্থার সহযোগিতায় আইআইটিতে যেসকল গবেষণা কর্ম পরিচালিত হচ্ছে তাতে যৌথভাবে কাজ করার সুযোগ পাবেন।

এএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।