ইফতারে বাদশাহী জিলাপি (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৯ মে ২০১৭

রাজধানীর চকবাজার শাহী মসজিদ সংলগ্ন সড়কে বসে ইফতারের বিশাল আয়োজন। রমজানের আকাঙ্ক্ষিত ইফতারের আকর্ষণ বাদশাহী জিলাপি। এ জিলাপির জন্য বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসে। বাদশাহী জিলাপি দেখুন ছবিতে। ছবি তুলেছেন আবু সালেহ সায়াদাত।

১.
jilapi
প্রতিবছর চকবাজার শাহী মসজিদের সামনের সড়কে ইফতারের অন্যতম আকর্ষণ আড়াই কেজি ওজনের বাদশাহী জিলাপি।

২.    
jilapi
এই জিলাপির স্বাদ-গন্ধ, আকার-আয়তনের মধ্যে রাজকীয় একটা ভাব রয়েছে, তাই এর নাম বাদশাহী জিলাপি।

৩.
jilapi
বাদশাহী জিলাপির প্রতি রোজাদারদের তুমুল আগ্রহ। তাই ইফতারের বিশেষ আয়োজন হলেই চলে আসে চকবাজারের নাম।

৪.    
jilapi
রোজাদারদের আকর্ষিত করতে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় বাদশাহী জিলাপি। তবে শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও ভারি মজা এই জিলাপি।

৫.    
jilapi
বিভিন্ন নকশার বাদশাহী জিলাপি নিয়ে বসেছেন বিক্রেতারা। ইফতারের সময় ঘনিয়ে আসার আগে হাকডাক ছাড়েন তারা।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।