অসহায় মানুষের পাশে রচয়িতা


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৬ মে ২০১৭

জামালপুরের ইসলামপুর উপজেলার রচয়িতা সাহিত্য পরিষদ জন্মলগ্ন থেকেই বিপন্ন মানুষের সহযোগিতা করে আসছে। ঈদ এলেই সংগঠনটি এগিয়ে আসে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের কাছে। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ঈদ আনন্দ ভাগাভাগি করতে।

প্রতিবছর তারা উপজেলার বিভিন্ন অঞ্চলে চিনি, সেমাই, গুড়ো দুধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে। এ কর্মসূচিতে রয়েছে সবার অংশগ্রহণ। প্রতিটি কর্মসূচিতেই দেশ এবং দেশের বাইরে থেকে সাহায্যের হাত বাড়ান অনেকেই। সেই আশাকে পুঁজি করে এবারও উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

eid

সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে রচয়িতার প্রত্যাশা আকাশচুম্বী কিন্তু সামর্থ সীমাবদ্ধ। তাই হাসি ও ভালোবাসা সমবণ্টন করতে সবার সাধ্যমতো সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। কেননা এবছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রচয়িতা সাহিত্য পরিষদের উদ্যোগে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল ৩শ’ মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হবে।

সাহায্য বিতরণ কমিটির প্রধান উপদেষ্টা অ্যাড. বাকী বিল্লাহ বলেন, ‘সবার ক্ষুদ্র ক্ষুদ্র দান একত্রিত করে ঈদের খুশীর আবহ জাগাতেই এ আয়োজন। আমরা একটু চেষ্টা করলেই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’

eid

সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন— আরিফুল ইসলাম, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- রচয়িতা সাহিত্য পরিষদ, ফোন- ০১৭১২৯৩৯২৮৫, বিকাশ- ০১৮৩৪৫৫৫১৫১, ডাচ-বাংলা-০১৫৫৩৯১৩৩২২, ব্যাংক হিসাব নং- ২০২০৫, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামপুর শাখা, জামালপুর।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।