ডিমের দাম ৫০ লক্ষ টাকা


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৭ আগস্ট ২০১৪

হাঁস বা মুরগির ডিমের নাম এক-দু’টাকা বাড়লে বাঙালির মাথায় হাত পরে। কিন্তু একটি ডিমের দাম যখন ৫০ লক্ষ টাকা হলে? চমকে যাবেন না, এমনটাই সত্যি। বিলুপ্তপ্রায় এলিফ্যান্ট বার্ড প্রজাতির দৈত্যাকৃতি পাখির বিশালাকায় একটি ডিম নিলামে ৫০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন পর্যন্ত পাওয়া ‘বিশ্বের সর্ববৃহৎ ডিম’। দৈর্ঘ্যে ১ ফুট লম্বা এ ডিমটি আকৃতিতে এতটাই বড় যে এর অভ্যন্তরে ৭টি উটপাখির ডিম, ১০০টি মুরগির ডিম ও ১২ হাজারটি হামিংবার্ডের ডিমের সমান উপাদান রয়েছে।

ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে ‘সামার প্লেস অকশন্স’য়ে নিলামের আয়োজন করবে। ওয়েস্ট সাসেক্সের বিলিংসহার্স্টে আয়োজিত এ নিলামে ডিমটি ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে ধারণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।