শখের জিনিস সংগ্রহ করেন তারা : পর্ব- ০১

মাহবুবর রহমান সুমন
মাহবুবর রহমান সুমন মাহবুবর রহমান সুমন , ফিচার কন্ট্রিবিউটর
প্রকাশিত: ০৭:১৬ এএম, ১৫ মার্চ ২০১৭

মানুষের শখের কোনো শেষ নেই। শখ করে মানুষ অনেক কিছুই করে। যেমন অনেকেই শখ করে ডাক টিকিট সংগ্রহ করেন। সংগ্রহের তালিকায় এমন হাজারো জিনিস রয়েছে। আমরা এমন ১৫ জনের সঙ্গে পরিচিত হবো; যারা শখের বশে বিভিন্ন জিনিস সংগ্রহ করেন। প্রথম পর্বে আমরা জানবো ৫ জন সম্পর্কে।

এমেলিনে দুহুঁতোয়
one
ফরাসি মডেল এমেলিনে দুহুঁতোয় সাত বছরেরও বেশি সময় ধরে তার বাড়িতে সংগ্রহ করে রেখেছেন ১ হাজার ৬৭৯টি ভিন্ন রকমের খেলনা গরু।

জিয়ান ইয়াং
two
সিঙ্গাপুরের জিয়ান ইয়াং একজন বার্বি সংগ্রাহক। তিনি নিজের বাসার একটি আলাদা কক্ষে প্রায় ৬ হাজারের বেশি বিভিন্ন প্রকারের বার্বি ডল সংগ্রহ করে রেখেছেন।

ডমেনিকো অগস্টিনেলি
three
ইতালিয়ান সংগ্রাহক ডমেনিকো অগস্টিনেলি। তিনি ৬০ বছর ধরে সব ধরনের জিনিস কুড়ান এবং অ্যান্টিক জিনিসগুলো সংরক্ষণ করেন তার জাদুঘরে। তার এই সংগ্রহের তালিকায় রয়েছে ৬৫ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ডিম, উল্কার টুকরা, খেলনা, অস্ত্র, সব ধরনের বাদ্যযন্ত্র ইত্যাদি।

এটানিস গঞ্জালেস
four
ভেনেজুয়েলার শিল্পী ও সংগ্রাহক এটানিস গঞ্জালেস তার ব্যালকনিজুড়ে সংগ্রহ করে রেখেছেন শিশু মানব আকৃতির পুতুল।

জেমস বার্নস
five
স্টার ওয়ার্স সংগ্রাহক লন্ডনের জেমস বার্নস। শখের বসে তিনি স্টার ওয়ার্স সম্পর্কিত প্রায় সব কিছুই সংগ্রহ করে রেখেছেন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।